অদ্বৈত-স্থানে হরিদাসের নিত্যানন্দ-চাঞ্চল্য-কথন এবং উত্তর-প্রদানমুখে অদ্বৈতের ব্যাজস্তুতি—
“চঞ্চলের সঙ্গে প্রভু আমারে পাঠায়।‘আমি থাকি কোথা, সে বা কোন্ দিকে যায় ?”