এ দুই উদ্ধারোঁ যদি দিয়া ভক্তি-দান।
তবে জানি ‘পাতকি-পাবন’ হেন নাম॥
ধার্মিকেরা নিজ স্বভাব হইতেই কৃষ্ণনাম বলেন। কিন্তু এই দুইজন মন্দকর্ম ব্যতীত কোন ভাল কথা গ্রহণ করিবার পাত্র নহেন। সুতরাং সর্বাগ্রে আপনি যদি এই দুজনকে ‘গোবিন্দ’ নাম উচ্চারণ করাইতে পারেন, তাহা হইলে আপনার ‘পতিতপাবন’- নামের মহিমা সংরক্ষিত এবং আপনার বাক্যের সার্থকতা হয়।