নিত্যানন্দ বলে,—“খণ্ড খণ্ড কর তুমি॥সে দুই থাকিতে কোথা’ না যাইব আমি॥
মহাপ্রভু জগাই-মাধাইকে খণ্ড খণ্ড করিবেন বলায় নিত্যানন্দ বলিলেন,—“তাহারা জীবিত থাকিতে আমি আর আপনার আজ্ঞা পালন করিতে সমর্থ হইব না।