মহাপ্রভুর দস্যুদ্বয়ের বিষয়-জিজ্ঞাসা ও গঙ্গাদাস এবং শ্রীনিবাসের উত্তর—
প্রভু বলে,—‘কে সে দুই, কিবা তার নাম?
ব্রাহ্মণ হইয়া কেনে করে হেন কাম?”॥
মহাপ্রভু বলিলেন, —ব্রাহ্মণ হইয়া মদ্যপান করা কর্তব্য নহে। দস্যুবৃত্তি অবলম্বন করিয়া বৈষ্ণবদিগের পশ্চাৎ ধাবমান হওয়া ব্রাহ্মণের ধর্ম নহে।