“অপরূপ দেখিলাম আজি দুইজন।পরম মদ্যপ, পুনঃ বলায় ব্রাহ্মণ॥
ভালরে বলিল তারে—‘বল কৃষ্ণ-নাম।’খেদাড়িয়া আনিলেক, ভাগ্যে রহে প্রাণ॥”১১৯॥