কোথাও যে নাহি শুনি,—সেই আজ্ঞা তান।
‘চোর, ঢঙ্গ’ বই লোক নাহি বলে আন॥
নিত্যানন্দ বলিতেছেন,—শ্রীগৌরসুন্দরের আজ্ঞা আমি আর কাহাকেও বলিতে শুনি নাই। তাঁহার আজ্ঞা পালন করিতে গিয়া আমাদিগকে লোকে অনধিকারপ্রবেশকারী চৌর্যবৃত্তিপরায়ণ মনে করে, আবার কেহ কেহ বা আমাদিগকে কপট সজ্জাশোভিত ঢঙ্গকারী মনে করে।