নিত্যানন্দ বলে,—“আমি নহি যে চঞ্চল।
মনে ভাবি’ দেখ, তোমার প্রভু সে বিহ্বল॥
হরিদাসের বাক্যে নিত্যানন্দ প্রতিবাদ করিয়া বলিলেন,—প্রভুর বিহ্বলতা দেখিয়াই আমি চঞ্চল হইয়াছি, কিন্তু আমি নিজে চঞ্চল নহি। মহাপ্রভু ভিক্ষুক ব্রাহ্মণ; তিনি রাজার ন্যায় প্রত্যেক গৃহে হরিনাম প্রচারের আদেশ দিয়াছেন, তাঁহারই আজ্ঞা ‘আমি পালন করিতেছি।