রাখিলেন কৃষ্ণ কাল-যবনের ঠাঞি।
চঞ্চলের বুদ্ধ্যে আজি পরাণ হারাই॥”
হরিদাস বলিতেছেন, —কৃষ্ণ আমাকে আম্বূয়া-মুলুকের কাজিরূপে যবনের হস্ত হইতে কএকদিন পূর্বে রক্ষা করিয়াছিলেন, কিন্তু অদ্য আমি ‘নিত্যানন্দ’-নাম-ধৃক্ চঞ্চলের বুদ্ধির দোষে প্রাণ হারাইতে বসিয়াছি।