কৃষ্ণানন্দে বিভোর নিত্যানন্দের তিন চারি দিবসব্যাপী বহিঃসংজ্ঞাহীনভাবে অবস্থান—
আনন্দে মূর্ছিত বা হয়েন কোন ক্ষণ।তিন চারি দিবসেও না হয় চেতন॥
নিত্যানন্দ কোন সময়ে কৃষ্ণানন্দে বিভোর হইয়া তিন চারি দিবস বহিঃসংজ্ঞাহীন থাকিতেন॥