অনন্তের ভাবে প্রভু ভাসেন গঙ্গায়।বুঝিয়া সর্বলোক করে—‘হায় হায়’॥
অনন্তদেব কারণবারিতে নিত্যকাল শয়ন করিয়া থাকেন। নিত্যানন্দ সেই ভাবে গঙ্গায় সন্তরণমুখে জলে ভাসিয়া থাকিবার কালে অন্যান্য লোক তাহা না বুঝিতে পারিয়া বিপদাশঙ্কা করেন।