বর্ষাকালের কুম্ভীর-পূর্ণ গঙ্গাজলে নির্ভয়ে নিত্যানন্দের বিবিধ-ক্রীড়া—
বর্ষাতে গঙ্গায় ঢেউ কুম্ভীরে বেষ্টিত।
তাহাতে ভাসয়ে, তিলার্ধেক নাহি ভীত॥
বর্ষাকালে নদীতে বহু কুম্ভীর পরিদৃষ্ট হয়। নিত্যানন্দ সেইরূপ কুম্ভীরপূর্ণ নদীর জলে ক্রীড়া করিতে ক্ষণকালের জন্যও শঙ্কিত হন নাই।