তিলার্ধেক ইহানে যাহার দ্বেষ রহে।
ভক্ত হইলেও সে আমার প্রিয় নহে॥
শ্রীনিত্যানন্দ প্রভু ও শ্রীগৌরসুন্দর—অভিন্ন-কলেবর। শ্রীনিত্যানন্দের চরণসেবার দ্বারাই শ্রীগৌরসুন্দরের সেবাফললাভ ঘটে। শ্রীনিত্যানন্দের পাদপদ্ম---ব্রহ্মা ও শিবাদি-গুণাবতারের আরাধ্য বস্তু। যাহারা এই পরমারাধ্য বস্তুর প্রতি বীতরাগ হইয়া অল্প সময়ের জন্যও বিদ্বেষ-ভাব পোষণ করে এবং বহিরঙ্গা শক্তি মায়াকে সেবা করিবার জন্য ব্যগ্রতা প্রকাশ করে, তাহারা কখনই শ্রীগৌরসুন্দরের প্রীতিভাজন হইতে পারে না।