কৃষ্ণপ্রেমানন্দে উন্মত্ত নিতাইর বালকোচিত স্বভাব প্রদর্শন—
কৃষ্ণানন্দে অলৌকিক নিত্যানন্দরায়।
নিরবধি বালকের প্রায় ব্যবসায়॥
জড়ানন্দে মত্ত জনগণ কৃষ্ণানন্দের সন্ধান রাখেন না। প্রভু নিত্যানন্দ কৃষ্ণানন্দে মত্ত থাকায় সর্বদা তাঁহার স্বভাব বালকের ন্যায় প্রতীত হইত। বিষয়মত্ত জনগণ যে বৈষয়িক কুটিলতার আশ্রয় করিয়া বালকের সরলতা হইতে বিক্ষিপ্ত হন, নিত্যানন্দের চরিত্রে সেরূপ লৌকিক ভাব দেখা যাইত না।