ইহার ব্যভার সব কুলময়।
ইহানে সেবিলে কৃষ্ণ-প্রেমভক্তি হয়॥
কৃষ্ণের রস-সেবা সমাধানে নিত্যানন্দের যাবতীয় উদ্যম থাকায় কৃষ্ণপ্রেমভক্তি পিপাসু জনগণ ইঁহার সেবা করিলেই তাঁহাদের সেবা-বৃত্তির সর্বতোভাবে উন্মেষ হইবে। “জয় জয় নিত্যানন্দ চরণারবিন্দ। যাঁহা হইতে পাইনু শ্রীরাধাগোবিন্দ” (—চৈঃ চঃ আ * ৫/২০৪)।