Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 27

Language: বাংলা
Language: English Translation
  • নিত্যানন্দের স্বরূপ ও মাহাত্ম্য—

    কৃষ্ণের দ্বিতীয়নিত্যানন্দ বই নাই।
    সঙ্গী, সখা, শয়ন, ভূষণ, বন্ধু, ভাই

    কৃষ্ণের দ্বিতীয় প্রকাশ বলদেব-প্রভুই-শ্রীগৌরসুন্দরের প্রকাশ নিত্যানন্দ, সুতরাং দ্বিতীয়। কৃষ্ণ—অদ্বিতীয়, নিত্যানন্দ দ্বিতীয়। নিত্যানন্দ ব্যতীত অদ্বিতীয় কৃষ্ণের তত্ত্ব বিচারে অন্য বস্তু নাই। তিনি গৌরাঙ্গের সঙ্গী, গৌরাঙ্গের সখা, গৌরাঙ্গের শয়ন-ভ্রমণাধার, গৌরাঙ্গের অলঙ্কার, গৌরাঙ্গের আত্মীয় ও জ্যেষ্ঠভ্রাতা।

Page execution time: 0.0351719856262 sec