চৈতন্যপ্রেমরসে নিমগ্ন নিতাইর সর্বত্র মহাপ্রভুর ইচ্ছানুরূপ কার্যাদি করণ—
চৈতন্যের রসে নিত্যানন্দ মহামতি।যে বলেন, যে করেন—সর্বত্র সম্মতি॥