তোমারে বুঝিতে শক্তি মনুষ্যের কোথা?পরম সুসত্য—তুমি যথা, কৃষ্ণ তথা॥”
যেখানে কৃষ্ণ সেখানেই তুমি। কৃষ্ণ যেরূপ নিত্যবস্তু, তুমিও সর্বদা তাঁহার নিকট বর্তমান থাকিয়া নিত্যবস্তু। মানবের ত্রিগুণান্তৰ্গত জ্ঞান তুরীয়বস্তু তোমাকে বুঝিয়া উঠিতে পারে না।