“নামে নিত্যানন্দ তুমি, রূপে নিত্যানন্দ।
এই তুমি নিত্যানন্দ রাম-মূর্তিমন্ত॥
মহাপ্রভু নিত্যানন্দকে স্তবমুখে বলিলেন,—তুমি নামে নিত্যানন্দ এবং সাক্ষাৎ নিত্যানন্দ-রূপ; তোমাতে আনন্দ স্তব্ধ হয় না। তুমি সাক্ষাৎ বলরাম। “বলরামো মমৈবাংশঃ সোঽপি তত্র ভবিষ্যতি নিত্যানন্দ ইতি খ্যাতো ন্যাসিচুড়ামণিঃ ক্ষিতৌ॥’’(—বৃহদযামলে), “সেই কৃষ্ণ নবদ্বীপে শ্রীচৈতন্যচন্দ্র। সেই বলরাম—সঙ্গে শ্রীনিত্যানন্দ॥’’ (—চৈঃ চঃ আঃ ৫/৬)।