আথেব্যথে প্রভু নিজ মস্তকের বাসপরাইয়া থুইলেন—তথাপি হাস॥
যখন নিত্যানন্দ আনন্দভরে পরিধেয় বসন উন্মুক্ত করিতেন, তখন মহাপ্রভু স্বীয় শিরোবসন দ্বারা তাঁহার লজ্জা নিবারণ করিতেন। মহাপ্রভু এইরূপ অনুষ্ঠানে নিত্যানন্দ বালোচিত হাস্যে নিজ স্বভাব ব্যক্ত করিতেন।