বাল্যভাবে দিগম্বর-বেশে মহাপ্রভুর নিকট নিত্যানন্দেরআগমন এবং হুঙ্কারপূর্বক মহাপ্রভুর প্রভুত্ব জ্ঞাপন—
দৈবে একদিন যথা প্রভু বসি’ আছে।আইলেন নিত্যানন্দ ঈশ্বরের কাছে॥