বৈষ্ণবের অধিরাজ অনন্ত ঈশ্বর।
নিত্যানন্দ-মহাপ্রভু শেষ মহীধর ॥
অনন্ত-—“যস্মাদ্ব্রহ্মাদয়ো দেবা মুনয়শ্চোগ্রতেজসঃ। নতেঽমধিগচ্ছন্তি তেনামন্তস্ত্বমুচ্যসে॥’’ (—মাৎস্যে ২৪৮/৩৭); ‘যোঽনন্তশক্তিৰ্ভগবাননন্তো মহদ্গুণত্বাদ্যমনন্তমাহুঃ’’ (—ভাঃ ১/১৮/১৯); “ন হ্যন্তো যদ্বিভূতীনাং সোঽনন্ত ইতি গীয়সে’’ (—ভাঃ ৪/৩০/ ৩১); “অনন্তশক্তিঃ পরমো অনন্তবীর্যঃ সোহনন্তঃ” (—ঋগ্বেদ)।