Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 95

Language: বাংলা
Language: English Translation
  • নিত্যানন্দ-নিন্দকের দর্শনে গঙ্গারও।
    পলায়ন—

    নিত্যানন্দ-নিন্দা করে যে পাপিষ্ঠ জন।
     গঙ্গাও তাহারে দেখি
    করে পলায়ন

    অনাদি-কর্মবন্ধনে আবদ্ধ জীব নিত্যসত্য ভগবদ্‌স্তু নিত্যানন্দের স্বরূপ-বোধে অসমর্থ হইয়া নিন্দা করিয়া বসে। কিন্তু তাহাতে নিন্দকের যে অপরাধ হয়, তাদৃশ অপরাধীকে দেখিয়া পাপহারিণী গঙ্গা তাহার পাপ হরণ করা দূরে থাকুক, স্বয়ং পলায়ন করেন। ভগবান্ রুষ্ট হইলে শ্রীনিত্যানন্দ-গুরুদেব ভগবানের ক্রোধ অপনোদন করিতে পারেন; কিন্তু শ্রীগুরু-নিত্যানন্দের চরণে অপরাধ করিলে তাহার উপশম হওয়া পরম দুর্ঘট।

Page execution time: 0.0345549583435 sec