নিত্যানন্দের চরিত্রে সুকৃতিবান্ জীবের সুফল-লাভ এবং মন্দভাগ্যেরকার্য-বাধ—
এইমত নিত্যানন্দ-চরিত্র অগাধ। সুকৃতির ভাল, দুস্কৃতির কার্যবাধ ॥
ভগবান্ জীব নিত্যানন্দের চরিত্রে সুফল লাভ করেন। হতভাগ্য জীব তাহার মন্দধারণানুসারে নিজকার্যে বাধা প্রাপ্ত হয়।