আই বলে,-“নিত্যানন্দ, কেনে মোরে ভাঁড়’? জানিল ঈশ্বর তুমি, মোরে মায়া ছাড় ॥"
জীব-প্রতারণাকল্পে ভগবান্ জীবের বিচারে নানা প্রকার ভ্রান্তি আনাইয়া দেন। বদ্ধজীব তখন অসত্য বস্তুকে ‘সত্য’ বলিয়া দর্শন করে, ইহাই ঈশ্বরের প্রভাব।