নিত্যানন্দের অচিন্ত্য চরিত্র—
এই মত অচিন্ত্য নিত্যানন্দের চরিত। আমি কি বলিব, সব জগতে বিদিত ॥
নিত্যানন্দ-তত্ত্বাভিজ্ঞ ব্যক্তির তদীয় অলৌকিকী লীলারসত্যতা-উপলব্ধি—
করয়ে দুজ্ঞেয় কর্ম, অলৌকিক যেন। যে জানয়ে তত্ত্ব, সে মানয়ে সত্য হেন ॥৫৯॥