Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 53

Language: বাংলা
Language: English Translation
  •  যাহার চরণে পূর্বে কালিন্দী আসিয়া।
     স্তবন করিল মহা-প্রভাব জানিয়া

    যদুকুলে  অবস্থানকালে  এক সময়ে ভগবান্‌ বলদেব সুহৃদ্‌গণের দর্শনার্থ ব্রজে গমন করেন ।তিনি তথায় চৈত্র বৈশাখ দুইমাস কাল অবস্থান করেন ।শ্রীবলদেব তৎকালে বরুণ-প্রেরিত বারুণী পানপূর্বক গোপীগণের সহিত বিহার করিয়া যমুনায় জলকেলি করিবার বাসনায় যমুনাকে আহ্বান করিলে যমুনা  বলদেবকে ‘মত্ত’ জ্ঞান করিয়া তদাদেশ উপেক্ষা করিয়াছিলেন ।তখন ভগবান্‌ রোহিণীনন্দন ক্রুদ্ধ হইয়া যমুনাকে হলাগ্রভাগ –দ্বারা আকর্ষণ করিতে থাকিলে ভীতা যমুনা বলদেবের  পদপ্রান্তে পতিত হইয়া বিবিধ স্তুতি-দ্বারা ক্ষমা প্রার্থনা করিয়াছিল ।(—ভাঃ ১০/ ৬৫ অঃ )।

Page execution time: 0.0369791984558 sec