শুনিলে প্রমাদ হবে হেন মনে গণি’।
নাহিক উপায় কিছু, কান্দয়ে মালিনী ॥
পতিব্রতা শ্রীবাস-পত্নী মালিনীদেবী নিত্যানন্দকে পুত্র-বাৎসল্যে দর্শন করেন। যেরূপ জননী স্বীয় পুত্রকে সেবা করেন, সেইরূপ মালিনীদেবী নিত্যানন্দকে পুত্রজ্ঞানে সেবা করিতেন। শ্রীবাস, —শ্রীকৃষ্ণের পরমভক্ত; তাঁহার পত্নীর অমনোযোগিতা-বশতঃ ভগবানের সেবা-ভাজন কাকে লইয়া যাওয়ায় শ্রীবাস পণ্ডিতের অত্যন্ত ক্রোধোদয় হইবে, শ্রীবাস-পণ্ডিতের এইরূপ ভাবী ব্যবহার চিন্তা করিয়া মালিনীদেবী দুঃখভারাক্রান্তা হইয়াছিলেন।