ডাকি’ বলে বিশ্বম্ভর,— ‘এ কি কর কর্ম?
গৃহস্থের বাড়ীতে এমত নহে ধর্ম ॥
শ্ৰীমন্মহাপ্রভু—ছদ্ম অবতারী। তিনি স্বীয় সম্ভোগপ্রধান কৃষ্ণলীলা প্রদর্শনে সর্বদাই অসম্মত। এজন্য উচ্চৈঃস্বরে নিত্যানন্দের তাদৃশ চাঞ্চল্যের প্রতিবাদ করিয়া বলিলেন যে, গৃহস্থের ঘরে প্রাপ্তবয়স্ক পুরুষের নগ্ন বস্ত্র হইয়া বালকের ন্যায় বিচরণ করা বিশেষ আপত্তিকর।