জোরে জোরে লম্ফ দেই হাসিয়া হাসিয়া।
সকল অঙ্গনে বুলে ঢুলিয়া ঢুলিয়া ॥
ব্রজলীলার উদ্দীপনে নিত্যানদের অলৌকিক চেষ্টায় আমরা তাঁহাকে নগ্ন-বস্ত্র হইয়া পরিধেয় বসন-দ্বারা শিরস্ত্রাণ করিতে দেখিতে পাই। এইগুলি তাঁহার আনন্দবিহ্বলিত অবস্থায় বহির্জগতের বিচার-রহিতহইয়া ব্রজলীলার অভিনয়মাত্র। বহির্জগতের বিচারে নিত্যানন্দপ্রভু সে সময়ে প্রাপ্তবয়স্ক। কিন্তু স্বরূপ-বিচারে বাল্যলীলার অভিনয়কারী বলিয়া প্রত্যক্ষবাদী যেরূপ বিচার করেন, সেইরূপ বিচারবিমুখ। যুগ্মপদে লম্ফ প্রদান ও হাস্যমুখে উদ্দেশ্যহীন হইয়া ক্রীড়া-প্রদর্শন ইহ জগতের বিচারানুকূল হে।