ব্রজলীলার উদ্দীপনে অলৌকিক-চেষ্টাযুক্ত নিত্যানন্দেরদিগম্বর বেশ, মহাপ্রভু-কর্তৃক বস্ত্র পরিধাপন এবং প্রভুবাক্যে নিত্যানন্দের চঞ্চলতা-পরিহার—
আনন্দে না জানে বাহ্য, কোন্ কর্ম করে। দিগম্বর হই’ বস্ত্র বান্ধিলেন শিরে ॥