আমারে না দিয়া ভাত সুখে তুমি খাও।
অপকীর্তি আর কেন বলিয়া বেড়াও?॥
ব্রজলীলার উদ্দীপনে শ্রীবলদেবের কানাইর প্রতি উক্তিমুখে নিত্যানন্দের শ্রীগৌরসুন্দরের প্রতি এইরূপ প্রণয়কলহ। তুমি (কৃষ্ণ) সর্বদাই নন্দ-গৃহে বাস করিয়া যশোদার নিকট হইতে ভোজ্য-সামগ্রী আদায় করিয়া সুখ লাভ কর, আর আ[1]মি তাদৃশ অন্ন গ্রহণ করিতে গেলেই আমার চাঞ্চল্যের কথা তুমি সকলকে বলিয়া দাও এবং আমার নিন্দা কর; ইহা তোমার স্বার্থপরতা মাত্র। শচী-গৃহে ভগবানের ভোজনাদি হইত। নিত্যানন্দ সেখানে তাঁহার অংশ না পাইয়া ব্রজভাবে বিভাবিত হইয়া গৌরসুন্দরের সহিত পরস্পর কথোপকথনে এই শ্রেণীর উক্তিসমূহ করিয়াছিলেন।