নিত্যানন্দ বলে,—‘ইহা পাগলে সে করে।
এ ছলায় ঘরে ভাত না দিবে আমারে?॥
শ্রীনিত্যানন্দ-প্রভু মহাপ্রভুর দোষ-প্রদর্শনের কথা শ্রবণ করিয়া বলিলেন,—-উন্মত্ত জনগণই ঐরূপ আচরণ করে। সেইরূপ চাঞ্চল্য দূরীভূত করা সঙ্গত—এরূপ ছলনায় আমাকে ভোজ্যদ্রব্য হইতে বঞ্চিত করা তোমার কর্তব্য নহে।