চৈতন্যের নিবারণে কারে নাহি কহে।নিরবধি বাল্যভাব মালিনী দেখয়ে ॥
শ্রীবাস-পত্নী মালিনীদেবী নিত্যানন্দ প্রভুকে চিরদিনই স্বীয় সন্তানের ন্যায় দৃষ্টি করিতেন। এই সকল লোকাতীত ব্যাপার শ্রীশ্রীমন্মহাপ্রভুর আদেশক্রমে কাহারও নিকট প্রকাশিত হইত না।