মোর স্থানে, মোর সর্ব-বৈষ্ণবের স্থানে।
বিনা অপরাধে ভক্তি দিল তোরে দানে ॥”
হরিদাস, তোমাকে আমি ভজন করিবার অধিকার দিতেছি। তোমার কোন দিন আমার নিকট বা কোন বৈষ্ণবের নিকট অপরাধ হইবেনা। তুমি সর্বদা অপরাধ নির্মূক্ত হইয়া কেবলা ভক্তিতে অবস্থান-পূর্বক কৃষ্ণানুশীলন করিতে থাক—কৃষ্ণভক্তগণের অনুসরণ করিতে থাক। যেহেতু তুমি আমার নিকট অথবা কোন বৈষ্ণবের নিকট অপরাধ কর নাই, তজ্জন্য আমি তোমাকে কৃষ্ণসেবা-প্রবৃত্তি দিয়াছি।