Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 93

Language: বাংলা
Language: English Translation
  • প্রভুর হরিদাস-প্রীতি-জ্ঞাপন ও অপরাধশূন্য ভক্তিবর দান—

    প্রভু বলে,—“শুন শুন মোর হরিদাস।
    দিবসেকো যে তোমার সঙ্গে কৈল বাস

    হরিদাসের দৈন্যোক্তিপূর্ণ প্রার্থনা শ্রবণ করিয়া মহাপ্রভু বলিলেন— “তুমি জগতের শীর্ষস্থানীয় মহাপুরুষ। তোমার সঙ্গে তোমার ভৃত্যরূপে যদি কোন ভক্ত একদিনও বাস করে, অথবা তুমি কৃপা করিয়া অতি অল্প সময়ের জন্য কাহারও সহিত বাক্যালাপ কর, তাহা হইলে তাহারও ভগবচ্চরণপ্রাপ্তি অনিবার্য।’’ শ্রীহরিদাস ঠাকুরের কৃপাভাজন জনগণই শ্রীচৈতন্য-সেবা লাভ করেন;অন্যের  চৈতন্য-কৃপার উন্মেষণাভাবে শ্রীচৈতন্য ভাগবত হইবার অধিকার নাই।

Page execution time: 0.0352280139923 sec