এই মোর অপরাধ হেন চিত্তে লয়।
মহাপদ চাহে, যে মোহার যোগ্য নয় ॥
“আমি মহা দাম্ভিক, সুতরাং আপনার নিকট হইতে তৃণাদপি সুনীচ, তরুর ন্যায় সহ্যগুণসম্পন্ন ও অমানী-মানদ হইবার অতুল সম্পদ লাভ করিবার প্রার্থনা করিতেছি। তাহা লাভ করিবার যোগ্য আমি নহি। বৈষ্ণবের উচ্ছিষ্টভোজী-পদবী ব্রহ্মাদির পরমারাধ্য ব্যাপার; আমি সেই পদ আকাঙ্ক্ষা করায় বোধ করি আমার অপরাধ হইল।’’