তোমার স্মরণহীন পাপজন্ম মোর। সফল করহ দাসোচ্ছিষ্ট দিয়া তোর ॥
“ভগবৎস্মৃতিবর্জিত আমার এই পাপজন্ম বৈষ্ণবগণের উচ্ছিষ্টের দ্বারা সাফল্য-মণ্ডিত কর ।’’ ভগদ্দাস-গণে যাঁহার অধিকার, তিনি যাবতীয় জনের প্রভু-অভিমানী ব্রাহ্মণগণের শিরোমণি ও সর্বশ্রেষ্ঠ।