তোমার চরণ ভজে যে-সকল দাস।তা’র অবশেষ যেন হয় মোর গ্রাস ॥
হরিদাস কহিলেন, “আমার একমাত্র প্রার্থনা,—যেন শ্রীচৈতন্যভাগবতগণের উচ্ছিষ্টভোজী হইতে পারি। ভক্ত-পদধূলি আর ভক্ত-পদজল। ভক্তভুক্তশেষ——তিন সাধনের বল॥’’ (—চৈঃ চঃ অঃ ১৬/৬০)।