হরিদাসকে বর গ্রহণ করিতে প্রভুর আদেশ—
প্রভু বলে,-“বল বল-সকল তোমার।
তোমারে অদেয় কিছু নাহিক আমার ॥”
হরিদাস নানাপ্রকার দৈন্যমুখে স্বীয় অনধিকার জ্ঞাপন করিলে এবং প্রভু তাঁহাকে বর দিবার অভিপ্রায় করিলে তিনি একটিমাত্র বর প্রার্থনা করিয়াছিলেন। তদুত্তরে প্রভু তাঁহাকে প্রার্থনার বিবরণ বলিতে আজ্ঞা করিলেন। আরও বলিলেন,—এমন কিছুই নাই, যাহা আমি তোমাকে না দিয়া নিজে সংরক্ষণ করিব। আমার যাহা কিছু আছে, সে সকলই তোমার।