হরিদাসের দৈন্যমুখে নিজ গৌরভক্তির
অযোগ্যতা-সুত্রান—
হেন তোর চরণস্মরণহীন মুঞি।
তথাপিহ প্রভু মোরে না ছাড়িবি তুঞি ॥
“অজামিল তোমাকে না পাইয়া দূর হইতে স্মরণ করিয়াছিলেন, আমার সেই স্মরণ-যোগ্যতাও নাই; কিন্তু আমি তোমার সাক্ষাৎকার লাভ করিয়া তোমার স্মৃতিরহিত হইলেও তুমি আমাকে কৃপা করিয়া পরিত্যাগ কর নাই, —ইহাই তোমার অহৈতুকী দয়ার পরিচয়।’’