কা’রো বা ভাঙ্গিল দন্ত, কারো তেজোনাশ।
স্মরণপ্রভাবে তুমি হইলা প্রকাশ ॥
“দিগ্গজৈর্দন্দশূকেন্দ্রৈরভিচারাবপাতনৈঃ। মায়াভিঃ সন্নিরোধৈশ্চ গরদানৈরভোজনৈঃ। হিমবায়ুগ্নিসলিলৈঃ পর্বতাক্ৰমণৈরপি। ন শশাক যদা হন্তু মপাপমসুরঃ সুতম্ ॥’’( —ভাঃ ৭/৫/৪৩-৪৪) অর্থাৎ দিগ্হস্তি, মহাসর্প, অভিচার, পর্বত হইতে পাতন, মায়া-গর্তে নিরোধ, বিষ-প্রয়োগ, উপবাস, হিম, বায়ু, অগ্নি, জল ও প্রস্তরাদি-প্রক্ষেপের দ্বারাও হিরণ্যকশিপু নিস্পাপ পুত্রের প্রাণ নাশ করিতে সমর্থ হইল না। এতৎপ্রসঙ্গে বিষ্ণুপুরাণ ১/১৮-২০ অধ্যায় দ্রষ্টব্য।