এই বল নাহি মোর-স্মরণবিহীন। স্মরণ করিলে মাত্র রাখ তুমি দীন ॥
দীনব্যক্তি তোমার স্মরণ করিলে তাহাকে তুমি আশ্রয় প্রদান কর, কিন্তু আমি তোমার স্মরণ করিতেও অসমর্থ।