দেখিলে পাতক, মোরে পরশিলে স্নান।
মুঞি কি বলিব প্রভু তোমার আখ্যান? ॥
“পাপকর্মা আমি, কোন পুণ্যবান ব্যক্তির আমাকে দর্শন করা উচিত নহে, তাহা হইলে দর্শনকারীকে ন্যূনাধিক পাপ স্পর্শ করিবে। আমি অস্পৃশ্য, আমাকে কোন ব্যক্তি স্পর্শ করিলে তাহার স্নান করা কর্তব্য। এহেন অযোগ্য আমি তোমার যোগ্য স্তুতি করিতে অসমর্থ।’’