ধরণী-ধরেন্দ্র নিত্যানন্দ ধরে ছত্র।
সম্মুখে অদ্বৈত-আদি সব মহাপাত্র ॥
ধরণী-ধরেন্দ্র,—ভগবান্ ‘শেষ’ । তিনি নিত্যানন্দের অংশবিশেষ। “সেই বিষ্ণু ‘শেষ’-রূপে ধরেন ধরণী। * * ছত্র পাদুকা, শয্যা, উপাধান, বসন, ভূষণ, আরাম, আবাস, যজ্ঞসূত্র, সিংহাসন। এতমূর্তি-ভেদ করি কৃষ্ণসেবা করে। কৃষ্ণের শেষতা পাঞা ‘শেষ নাম ধরে॥’’ (চৈঃ চঃ আ ৫/১১৭, ১২৩-১২৪)। ভাঃ ৫/১৭/২১, ৫/২৫/ ২ এবং ১০/৩/৪৯ শ্লোক দ্রষ্টব্য।