Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 55

Language: বাংলা
Language: English Translation
  •  বাহ্য পাইহরিদাস প্রভুর বচনে।
     কোথা রূপ-দরশন করয়ে ক্রন্দন

    গীঃ ৯।২৯, ভাঃ ৯/৪/৬৩-৬৬, ৬৮ এবং ভাঃ ১০/৮৬/৫৯ শ্লোক আলোচ্য॥

     মহাপ্রভুর মুখে ভক্তের প্রশংসা শ্রবণ করিয়া হরিদাস আনন্দ-বিহ্বলতাক্রমে মূর্চ্ছিত হইয়া পড়ায় মহাপ্রভু তাঁহাকে চৈতন্য লাভ করাইয়া নিজ প্রকাশ-লীলা দর্শন করিতে বলিলেন। প্রভুর কথায় হরিদাস অন্তর্দশা সঙ্গোপন-পূর্বক বাহ্য-দশায় উপনীত হইয়া ক্রন্দন করিতে করিতে কোন স্থানে রূপ দর্শন করিতে হইবে, বিচার করিতে লাগিলেন। অপ্রাকৃত অনুভূতিতে যে প্রতীতি, তাহা বহিঃপ্রজ্ঞায় নিরস্ত হয়। বহির্জগতে ভোক্তৃ ভোগ্য-ভাবে দর্শন, অন্তর্জগতে সেবকের সেব্য-দর্শন। লব্ধস্বরূপ মুক্তজীব ভগবদ্দর্শনে সমর্থ হন এবং ভগবান্ তাঁহাকে স্বীয় সেব্যরূপ প্রদর্শন করেন।

Page execution time: 0.0544748306274 sec