প্রভুর ভক্ত-মহিমা-বর্ধনার্থ অকার্য-করণ ও অভাষ্য-কথন—
ভক্ত বাড়াইতে সে ঠাকুর ভাল জানে।
কি না বলে, কি না করে ভক্তের কারণে ॥
ভগবান্ ভক্তের মহিমা বৃদ্ধি করিবার জন্য এমন কোন কার্য নাই, যাহা করেন না—এমন কোন ভাষা নাই, যাহা বলেন না। ভগবান্ অভিজ্ঞ বলিয়া তাঁহার দ্বারাই লোকাতীত কার্যের সম্ভাবনা হয়।