অদ্বৈতাচার্য হরিদাসের সবিশেষ জ্ঞাতা এবং মহাপ্রভু
অদ্বৈতের প্রেমবাধ্য—
তোমারে চিনিল মোর ‘নাড়া’ ভাল মতে।
সর্বভাবে মোরে বন্দী করিলা অদ্বৈতে ॥
অদ্বৈতপ্রভু ঠাকুর হরিদাসকে ভাল করিয়া চিনিতে পারিয়াছিলেন। সেই অদ্বৈত—প্রভু ভগবান্ শ্রীচৈতন্যদেবের সম্পত্তি বিশেষ। অদ্বৈত-প্রভুর সেবায় ভগবান্ বাধ্য হইয়া তাঁহার নিকট সকল প্রকারে আবদ্ধ আছেন।