ভক্তরক্ষাই সত্বর গৌরাবতারের হেতু—
যেবা গৌণ ছিল মোর প্রকাশ করিতে।
শীঘ্র আইলুঁ তোর দুঃখ না পারোঁ সহিতে ॥
ভগবান্ মুখ্যভাবে হরিদাস ঠাকুরের প্রতি বিদ্বেষিগণের আক্রমণ নিবারণ করিয়াছিলেন, গৌণভাবে তাঁহার ভক্তবৎসলতা জানাইবার জন্য শ্রীগৌরসুন্দর লীলা প্রকট করিয়া ভক্ত দুঃখ সহ্য করিবার অসামর্থ্য প্রকাশ করিয়াছিলেন।