প্রভুর ভক্ত-প্রহার নিজ অঙ্গে গ্রহণের চিহ্ন-প্রদর্শন—
তোহার মারণ নিজ-অঙ্গে করি লঙ।
এই তার চিহ্ন আছে, মিছা নাহি কঙ ॥
যেহেতু ঠাকুর হরিদাস হিংসাকারী ঘাতকগণের মঙ্গল আকাঙ্ক্ষা করিয়াছিলেন, তজ্জন্য ভগবান্ অপকার্যকারিগণের প্রতি রুষ্ট হইলেও ঠাকুরের অনুরোধে তাহাদিগের সমুচিত দণ্ড বিধান করিতে পারেন নাই। সুতরাং ভক্তকে রক্ষা করিবার জন্য ভগবান্ স্বয়ং নিজাঙ্গ দ্বারা বিদ্বেষীর অস্ত্রসমূহের আঘাত গ্রহণ করিয়াছিলেন।