দেখিয়া তোমার দুঃখ চক্র ধরি’ করে।
নামিলুঁ বৈকুণ্ঠ হৈতে সবা কাটিবারে ॥
ভগবানের ইচ্ছাক্রমে প্রপঞ্চে নানা প্রকার বিধান প্রবর্তিত আছে। কর্মফলবাদী সেই ভগবদ্বিধানগুলি আলোচনা করিয়া থাকে। কর্মফলবাধ্য-জনগণের ঔপাধিক সুখ দুঃখ বা তিরস্কার-পুরস্কার সাধারণ বিধির দ্বারাই চালিত হয়। কিন্তু ভগবদ্ভক্ত বিদ্বেষী জনগণের অপরাধের পরিমাণ এত অধিক যে, তাহা বিধি-বিধানের অতীত বলিয়া ভগবান্ স্বয়ং তাহার বিচার করিয়া থাকেন। এতদ্বিষয়ে শ্রীমদ্ভাগবতের নবম স্কন্ধোক্ত মহারাজ অম্বরীষের উপাখ্যান আলোচ্য।